আজ জামশেদপুর বনাম ওড়িশা

আজ জামশেদপুর খেলবে ওড়িশার বিরুদ্ধে। দু দলই প্রথম ম্যাচে হেরে গেছে এবং দুদলেরই পয়েন্ট শূন্য। জামশেদপুরের কোচ আওয়েন বলেন আজ তাঁরা জয়ের জন্য ঝাঁপাবেন। আজ তাঁদের  তিন পয়েন্ট পেতেই হবে। গোয়ার  তিলক ময়দানে আজ খেলা শুরু বেলা সাড়ে চারটায়। আরেকটি খেলায় সন্ধ্যা সাড়ে সাতটায় চেন্নাই মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের। চেন্নাইর পয়েন্ট ৩ আর কেরালার পয়েন্ট ১।