বিমানবন্দর চালু না হওয়ায় ক্ষোভ

আসামের ধুবড়ি জেলার রুপসীতে তৈরী হচ্ছে বিমানবন্দর যা আগামী বছর চালু হবে। কিন্তু কোচবিহার বিমানবন্দর চালু না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ২০১৫ সালের ৩১ সে ডিসেম্বর কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হয়। কিন্তু ফেব্রূয়ারী  মাসে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। আকাশপথে কোচবিহার থেকে বাগডোগরার দূরত্ব ১৭০ কি মি। কিন্তু কোচবিহার থেকে দেড় ঘন্টায় ধুবড়ি বিমানবন্দরে  যাওয়া যাবে। বিমান চালু নিয়ে কেন্দ্র রাজ্য চাপান উত্তর চলছে।