প্রয়াত নেতা রামবিলাস পাসোয়ানের খালি হওয়া আসনে বিজেপি সুশীল মোদিকে প্রার্থী করবে। তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের খুবই ঘনিষ্ট। এবারের ভোটে বিজেপি জে ডি ইউর থেকে বেশি আসন পেয়েছে। এল জে পির চিরাগ পাসোয়ান নীতীশের বিরুদ্ধে তোপ দাগলেও বি জে পিকে কিছু বলেননি। এল জে পির ভোট কাটার জন্য এবারে নীতীশের আসন কমেছে। এন ডি এ জোটের প্রার্থী হিসাবে সুশীল মোদির জয় এখন সময়ের অপেক্ষা।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...