রাস উৎসব শুরু

রাজ পরিবারের প্রথা মেনে রবিবার সারাদিন উপোস থেকে বিশেষ পূজা ও যজ্ঞ করলেন জেলাশাসক পবন কাদিয়ান। পূজা শেষে রাত  ৯-১২ মিনিটে রাস চক্র ঘুরিয়ে  তিনি রাস উৎসবের  সূচনা করেন। তিনি মদনমোহনের  কাছে প্রার্থনা করেছেন যে কোচবিহারবাসী করোণামুক্ত হন, সুখে শান্তিতে ও সুস্থ ভাবে থাকেন এবং কোন বিপদ না আসে। রাস  উৎসব  উদ্বোধনের পর তিনি সারা মন্দির ঘুরে দেখেন। তারপর মন্দিরের প্রধান ফটক ভক্তদের জন্য খুলে দেওয়া  হয়। গোটা  ঠাকুরবাড়ি আলো দিয়ে সাজানো হয়।