বৃহস্পতিবার মোহনবাগান খেলবে ওড়িশার বিরুদ্ধে। তাদের মরিসিয়ো এবং মার্সেলিনহো এই দুই খেলোয়াড়কে নিয়েই এখন চিন্তা হাবাসের। জয়ের মধ্যে আছেন তবুও হাবাস ঢিলে দিতে নারাজ। খেলায় যেন ভুল না হয় সেদিকে তাঁর তীক্ষ্ণ নজর। তবে এদু গার্সিয়া ফিট হয়ে পরের ম্যাচে নামবেন। এদিন প্রায় দেড় ঘন্টা ধরে মোহনবাগানের অনুশীলন হয়। ব্রাজিলীয় ঝড় তিনি নিজেদের বক্সের আগেই থামানোর চেষ্টা করবেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...