কাঠচোরদের ধরতে আবার অভিযানে নামল বনদপ্তর। সোমবার দুপুরে বানারহাট ও দলগাঁ রেঞ্জের বনকর্মীরা বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে হলদিবাড়ি চাবাগানে হানা দেন। একটি হরিনের শিং সহ প্রায় ২৫০ সিএফটি শাল ও সেগুন কাঠ ও লগ ধরা পড়েছে। এ ছাড়া বাইকের চাকা ও তীরধনুক ও পাওয়া গেছে। চা বাগানের বাড়িগুলির মালিকেরা তালা দিয়ে সব পালিয়ে যায়। তালা ভেঙে সব জিনিস উদ্ধার করা হয়। কেউ ধরা পড়েনি। রেঞ্জার জানান আইনানুযায়ী ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে অভিযান চলবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...