পূর্ব লাদাখ সেক্টরে ভারত চীন সামরিক উত্তেজনার মধ্যে ও বাণিজ্য কিন্তু থেমে থাকছে না গত তিন দশকে
এই প্রথম বার লাল চীন ভারত থেকে চাল কেনার পরিকল্পনা গ্রহণ করেছে । ভারতীয় শিল্প আধিকারিক রা জানিয়েছেন চীনা ব্যাবসায়ীরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস অব্দি ১ লক্ষ্য টন চাল কিনতে চলেছে ভারত থেকে ,ভারত চালের দাম ধার্য্য করেছে টন প্রতি ৩০০ ডলার ।চালের গুণগত মান দেখে চীনা ব্যবসায়ীরা আগামী বছর চালের ক্রয়ের পরিমান বাড়াতে পারে ।