শুভেন্দুর সঙ্গে পিকে ও অভিষেকের বৈঠক কি অ সফল ?

সোমবার রাতে উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে  অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।বৈঠকের পর  সৌগতবাবু জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং বিরোধ মিটে গেছে। তবে তিনি বলেন যা বলার শুভেন্দু  নিজে সাংবাদিদের বলবেন। বৈঠকের পরই  শুভেন্দু মেদিনীপুরে চলে যান। শিশির  অধিকারী জানান বিরোধ মিটে  যাওয়া  দলের পক্ষে শুভ।কিন্তু আজকে শুভেন্দু বাবু যে বক্তব্য দিয়েছেন তাতে আবার জল্পনা বাড়লো বলেই মনে হয় । কালকে মনে হচ্ছিলো শুভেন্দু বাবু এবং তৃণমূলদলের মধ্যে দূরত্ব মিটে যেতে পারে ,কিন্তু আজকের বক্তব্য আবার পুরানো জল্পনাই বাড়িয়ে দিলো বলেই বিশেষজ্ঞ মহলের মতামত ।