শিলিগুড়িকে বঞ্চনার অভিযোগ

গান্ধীমূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে অশোক ভট্টাচার্য ,শঙ্কর মালাকার ও ফিরহাদ হাকিম কে এক মঞ্চে দেখে শহর জুড়ে গুঞ্জন শুরু হয়েছে।এজন্য সিপিএম খুব অস্বস্তিতে পড়েছে। সিপিএম জানে বিধানসভায় ভাল ফল করার কোন আশা তাদের নেই। তাই পুরসভা ও মহকুমা পরিষদ ধরে রাখাই তাদের লক্ষ্য। ফিরহাদ শহর ছাড়তেই অশোকবাবু  দলের নির্দেশে বঞ্চনার কথা বলতে শুরু করেছেন  যদিও  ফিরহাদ শিলিগুড়ি উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প শুরু করার কথা ঘোষনা করেছেন।