মাঝেরহাট ব্রিজ চালু হচ্ছে আজ

আজ বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজ চালু হতে যাচ্ছে।দু বছর  তিন মাস পর সেতু চালু হলে সব থেকে লাভবান হবেন দক্ষিণ শহরতলীর লোকজন।ব এই সেতুতে একটি বিশেষ ধরণের সেন্সর বসানো হয়েছে। ।  নির্দিষ্ট ওজনের  বেশি হলেই  অ্যালার্ম বেজে উঠবে। সেতুর ওপর সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব আছে। শীঘ্রই আটটি ক্যামেরা বসবে সেতুতে। নতুন সেতু খোলার খবরে এলাকার মানুষজন সবাই খুশি। রাস্তাঘুরে যাওয়া আসায় অনেকসময় লাগছিল। এবারে তা বন্ধ হবে।