মোহনবাগান হারল

বেঙ্গল টি ২০ চ্যালেঞ্জে মোহনবাগানের খেলা ছিল তপন মেমোরিয়ালের বিরুদ্ধে। শাহবাজ  আহমেদ ২৪ বলে ৫১ রান করেন।  তিনি ম্যান অফ দ্য  ম্যাচ হন। ২০ ওভারে মোহনবাগান করে  ৫ উইকেটে ১২৯  রান।পরে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১৩১ রান তুলে ম্যাচ জিতে নেয়  তপন মেমোরিয়াল ক্লাব। মাঠে উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। অন্য ম্যাচে কাস্টমস ৬ উইকেটে হারায় টাউন ক্লাবকে।