ফক্সের চোট নিয়ে চিন্তা

মুম্বই ম্যাচের ৬ মিনিটেই চোট  পেয়ে বসে যান ইস্টবেঙ্গলের  অধিনায়ক ফক্স। তারপরেই লালহলুদ দল  দিশাহারা হয়ে যায়। ফক্সের চোটের জায়গা ফুলে রয়েছে। আজ  স্ক্যান করার পর জানা যাবে চোটের অবস্থা।আরেক বিদেশী আমাদি ও  ডিফেন্ডার  গুরতেজ  সিংহ  পুরো সুস্থ নন।  আজ অনুশীলন বন্ধ ছিল। পরের ম্যাচে লিংডো  ও সি কে বিনীত কে খেলানো হতে পারে। ফওলার  আশাবাদী  সুযোগ তার দলের ও আসবে।