হায়দ্রাবাদের জয় এল না

এই ম্যাচ জিতলেই  লীগ টেবিলের শীর্ষে চলে যেতে পারত  হায়দ্রাবাদ কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও গোল খেয়ে ম্যাচ ড্র করল তারা।খেলা শুরুর ৬ মিনিটের মাথায় কোলাসো বল গোলে মারার আগেই বল বিপদ মুক্ত করেন জামশেদপুরের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের সময় হায়দরাবাদকে  এগিয়ে দেন সান্তনা। ৭১ মিনিটে সান্তনার  গায়ে লেগে বল গোলে ঢুকলেও রেফারি গোল বাতিল করেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল শোধ করেন স্টিভন এজে।