ভারত চীন কে চাল বিক্রি করতে পারে

ভারত থেকে বিপুল পরিমানে  চাল কিনছে চিন। প্রায় ১ লক্ষ টন চাল রপ্তানি করা হবে চিনে। গত তিন দশক পর এবারে চাল রপ্তানি করা হচ্ছে। লক ডাউনের পর চালের  দাম  সব জায়গায় বেড়েছে। তবুও অন্যান্য দেশের  তুলনায় ভারতে দাম কম ।ফেব্রুয়ারীর  মধ্যে চাল জাহাজে  চিনে পৌঁছে যাবে। সীমান্তে চীনের সঙ্গে ভারতের সংঘাত চলছে। অনেক চীনা  জিনিস ভারতে  নিষিদ্ধ হয়েছে। তবে চাল রপ্তানি  নিয়ে কেন্দ্র নীরব।আর্থিক সুবিধার্থে চাল আমদানি করছে চীন।