রোশন গিরি পাহাড়ে পৌঁছে গেছেন। আগামী রবিবার বিমল গুরুং এর আসার কথা। তবে তিনি পাহাড়ে থাকবেন না। সামসিং বা ডুয়ার্সে থাকতে পারেন। এই নিয়ে চিন্তায় পড়েছে আদিবাসী বিকাশ পরিষদ।তাদের নেতারা বলেন গুরুং গোর্খাল্যান্ড নিয়ে যা বলার বলুন। কিন্তু ডুয়ার্সে কোন উস্কানি তারা বরদাস্ত করেন না। কারণ ডুয়ার্সে গুরুঙ্গের ভাল প্রভাব আছে। আদিবাসীরা ডুয়ার্সে গুরুংকে জমি ছাড়বেন না।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...