নির্বাচন কমিশন ইভিএম মেশিন নিয়ে প্রস্তুতি শুরু করলো পুরো দমে

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থান
ও ছত্তিসগড় থেকে এমথ্রি ভার্সনের ইভিএম যন্ত্র আনানো হচ্ছে ,এই মাসের মধ্যেই ওই দুই রাজ্য থেকে পর্যাপ্ত পরিমানে ভোট যন্ত্র চলে আসবে । নির্বাচন কমিশন আরো জানিয়েছেন যে covid অতিমারীর কারণে বুথ বাড়লেও নতুন ইভিএম আনার প্রয়োজন নেই ,২০১৯ সালের লোকসভা তে ব্যবহৃত ইভিএম কাজে লাগবে । যান্ত্রিক ত্রূটির কারণে এবং ইলেকশন পিটিশন হওয়া তে কিছু যন্ত্র আটকে আছে তাই ওই দুই রাজ্য থেকে কিছু ইভিএম আনানো হচ্ছে ।