গোয়া ভাল খেলে কেরালাকে হারাল। গোয়া ৩-১ গোলে জিতল। ৩০মিনিটে প্রথম গোল করেন ইগর আঙ্গুলো। বিরতিতে ১-০ গোলে এগিয়েছিল গোয়া। ৫২ মিনিটে দ্বিতীয় গোল করেন মেন্দোসা।খেলার শেষ মিনিটে কেরালার ডিফেন্ডার কোস্টা লাল কার্ড দেখেন। ফলে ১০ জন হয়ে যায় কেরালা। কিন্তু এই সময় ১ গোল করে ব্যবধনা কমায় কেরালা। গোল করেন গোমস। কিন্তু কেরালা গোলরক্ষকের ভুলে অতিরিক্ত সময়ে আবার গোল করে ইগর। ফলে গোয়া ৩-১ গোলে জিতে যায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...