নিয়ম পরিবর্তন

ছোট ব্যবসায়ীদের জন্য কেন্দ্র জিএস টি র হিসাব জমার নিয়ম  সরল করল এখন যাদের  আয়  আগের বছরে  ৫ কোটি টাকার মধ্যে তাদের তিন মাস অন্তর রিটার্ন দিতে হবে। আগে প্রত্যেক মাসে দিতে হত। ১ লা জানুয়ারী থেকে এই নিয়ম চালু হবে। এতে ৯০ % ব্যবসায়ীর সুবিধা হবে। জানুয়ারী থেকে নতুন ফর্ম ৩বি চালু হবে। কিন্তু অসত উপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেওয়া  হবে ও সুযোগ সুবিধা  বন্ধ করে দেওয়া  হবে।