শিলিগুড়িতে এসে ভাষণ দিয়ে বিমল গুরুং তৃণমূলের পাশে থাকার আবেদন জানালেন ভোটারদের এবং তার সঙ্গে বিজেপিকে শিক্ষা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রায় সাড়ে তিন বছর পর তিনি নিজের জেলায় ফিরে এলেন। শীঘ্র তিনি পাহাড়ে যাবেন বলে জানিয়েছেন। অবরোধে ট্রেন আটকে থাকায় তিনি বিকেল ৪-১৫ নাগাদ গান্ধী ময়দানে পৌঁছান। এই সভায় প্রচুর জনসমাগম হয়।
রাজ্য
শতাধিক এজেন্ট গা ঢাকা দেওয়া তে বিপদে পড়েছে পঁয়সা ...
উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা...