রেল ও রাস্তা রোকো আদিবাসীদের

আদিবাসী সেঙ্গেল  অভিযান ও ঝাড়খন্ড দিশম  পার্টি বন্ধ ডেকেছিল। রবিবার সকাল থেকে তিন জেলায় রেল রোকো ও চাক্কা জাম শুরু হয় এবং চলে বেলা ১০ টা  পর্যন্ত  । বিক্ষোভকারীরা বিভিন্ন স্টেশনে রেললাইনে দাঁড়িয়ে অবরোধ করেন। আটকে পড়ে  দার্জিলিং মেল্, কাঞ্চনজঙ্ঘা সহ  বহু  ট্রেন। অনেক জায়গায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধ শুরু হয় সকাল ৬ টায়  ও চলে বেলা ১০ টা  পর্যন্ত। আর পি এফ  আলোচনা করে রেল লাইন অবরোধ মুক্ত করে।