বাস ও অটোতে তোলাবাজি

নকশালবাড়ি ও খড়িবাড়ি এলাকায় তোলাবাজি চলছে। কিছু যুবক বাস ও অটো থেকে নকশালবাড়ি বাস স্ট্যান্ডে গ্রাম পঞ্চায়েতের  নাম করে টাকা তুলছে। বাস প্রতি ৫০ টাকা ও প্রতি অটোর  জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে। পানিট্যাংকিতেও  হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। একারণে প্রচুর যানজট হয়। টাকা না দিলে বাস রাস্তায় নামতে দেওয়া হয় না। ঝামেলার সৃষ্টি হয়।