রবিবার রাতে মেটেলি ব্লকের খালপাড়া ও ডাঙ্গাপাড়া অঞ্চলে হামলা করে হাতির দল। তারা সুপারি ও নারকেল গাছ ভেঙে দেয় । ধানক্ষেতের ও ক্ষতি করে। রাত দেড়টা নাগাদ ৪-৫ টি হাতি পানঝোড়া জঙ্গল থেকে বের হয়ে মূর্তি নদী পেরিয়ে এই এলাকায় চলে আসে। ভোরে স্থানীয় মানুষের তাড়া খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। স্থানীয়রা হাতির হামলায় আতঙ্কিত। তাদের রাতের ঘুম চলে গেছে। অভিযোগ রাতে বন দপ্তর ঠিক মত টহল দেয় না। তাদের সার্চ লাইট ও দেওয়া হয় নি।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...