খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার ইস্পাত সংস্থা উষা মার্টিন কে অধিগ্রহণ করলো টাটা স্পঞ্জ আইরন । মূলত ব্যবসা পরিচালনার সুবিধার জন্যই এইবার ওডিশার কেওনঝর থেকে টাটা স্পঞ্জ আইরন তাদের রেজিস্টার্ড অফিস কলকাতাতে সরানোর সিদ্ধান্ত নিয়েছে । তার অন্যতম কারণ কারখানা ঝাড়খণ্ডে হলেও উষা মার্টিনের দফতরের পুরো পরিকাঠামো কলকাতা থেকেই পরিচালিত হয় ।