আমদানি শুল্ক কমাতে দেশ জুড়ে ক্রেতারা ফিরে এসেছেন সোনা রুপার দোকানে

পয়লা ফেব্রূয়ারি সংসদে পেশ করা রাজ্যের অর্থমন্ত্রীর বাজেট বিষশ্লেষণ করে বিশেষজ্ঞ মহল জানাচ্ছেন
সোনা এবং রুপোতে আমদানি শুল্ক কমে যাওয়া তে ইতিমধ্যেই রাজ্যে সোনার দাম এসে পৌঁছে চে ৪৬০০/৪৭০০ প্রতি গ্রামে যা পূর্বের মূল্যথেকে কমপক্ষে ৩০০ টাকা প্রতি গ্রামে কমেছে ।কমেছে গ্রাম প্রতি রুপার দাম ও ।তবে পরিকাঠামো ক্ষেত্রে কৃষি সেজ লাগু হওয়াতে যতটাসোনা রুপার দাম কমার কথা ছিল ততটা কমেনি । তবে কেউ যদি লগ্নি করতে চায় তবে সোনার দামের উপরে নজর রাখতে হবে ।