আর্থিক বৎসরের শেষ দিনের জন্য ব্যাঙ্ক খোলা থাকবে রবিবার

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:  বাণিজ্যিক  ব্যাঙ্ক  গুলির  যে  সমস্ত  শাখা  সরকারি  লেনদেনের  জন্য   কাজ  করে  সেই  গুলি   কে   আগামী  রবিবার  ৩১  শে   মার্চ  খোলা  রাখতে  হবে  বলে  নির্দেশ  জারী   করেছে   রিজার্ভ  ব্যাঙ্ক  অফ  ইন্ডিয়া  ।  রবিবার   চলতি  অর্থবর্ষের  শেষ  দিন।  সরকারি  পরিষেবার   জন্য   সেই  গুলি  খোলা  থাকবে  ৩১  শে   মার্চ সন্ধে  ৬  টা পর্যন্ত ।   আর  ৩০  শে  মার্চ  শনিবার  খোলা  থাকবে  সন্ধে  ৮ টা    পর্য্ন্ত ।