ইনফোসিস ১১% মুনাফা বাড়ালো দ্বিতীয় ত্রৈমাসিকে

গত এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে দেশের দ্বিতীয় বৃহ্যতম তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের মুনাফা ১১% বেড়ে হলো ৫৯৪৫ কোটি টাকা । গত বছর এই ত্রৈমাসিকে মুনাফা ছিল ৫৩৬২ কোটি টাকা ।ব্যবসা থেকে আয় ও বাড়াতে পেরেছে তারা ।