খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চীনের ইন্টারনেট ধনকুবের জ্যাক মা মাত্র এক দিনেই তার যায় বাড়িয়েছেন ৩০০ কোটি ডলার । গল্প হলেও ব্যাপারটা সত্যি ।জ্যাক মার মালিকাধীন কোম্পানি আলিবাবার শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ বাড়তে থাকায় একদিনেই এতটা বেড়ে যায় । বাজার বিষশ্লেষক রা জানান আসার থেকে অনেক বেশি আয় করেছে এই কোম্পানি । জ্যাক মা ১৯৯৯ সালে এই প্রতিষ্ঠান শুরু করেন তার বাড়ি থেকে মাত্র ৬০,০০ ০ ডলার দিয়ে ,তিনি এখন এশিয়ার সব থেকে ধোনি ব্যক্তি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...