এসার কেনার দৌড়ে এগিয়ে আছে নিউ মেটাল

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বেশ  কিছুদিন ধরেই  দেউলিয়া  আইনে নিলামে এসার স্টিল কেনার জন্য প্রবল লড়াই  চলছিল নিউ  মেটাল  এবং আর্সেলর মিত্তলের মধ্যে । গতকাল এনসিএলটি  জানালো দ্বিতীয় দফায়  ৪৯ হাজার কোটি টাকা  ধারের  বোঝায়  ধুকতে  থাকা এসারের  জন্য  নিউমেটালের  দেয়া  ৩৭ হাজার কোটি  টাকার দর সব থেকে বেশি উপযুক্ত ।