নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেশ কিছুদিন ধরেই দেউলিয়া আইনে নিলামে এসার স্টিল কেনার জন্য প্রবল লড়াই চলছিল নিউ মেটাল এবং আর্সেলর মিত্তলের মধ্যে । গতকাল এনসিএলটি জানালো দ্বিতীয় দফায় ৪৯ হাজার কোটি টাকা ধারের বোঝায় ধুকতে থাকা এসারের জন্য নিউমেটালের দেয়া ৩৭ হাজার কোটি টাকার দর সব থেকে বেশি উপযুক্ত ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...