কঠোর পদক্ষেপ নিচ্ছে আর্জেন্টিনা

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  মন্দার  হাত  থেকে অর্থনীতি  কে ঘুরিয়ে দাঁড়  করাতে  এক গুচ্ছ পদক্ষেপ  ঘোষণা  করলো আর্জেন্টিনা  সরকার । মূল্যবৃদ্ধি কে নিয়ন্ত্রণ রাখা এর মধ্যে অন্যতম ব্যাপার । আর্জেন্টিনা  সরকার সিদ্ধান্ত নিয়েছে  যে  ৬ মাশ  বাড়ানো  যাবে না  অত্যাবশক  পণ্য এবং পরিষেবার দাম । এই খবর জানালেন  আর্জেন্টিনার অর্থমন্ত্রী নিকোলাস  দুঃখভোনে ।