ক্রেতাদের সন্তুষ্ট রাখতে চাইলো জেপি গোষ্ঠী

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : জেপি গোষ্ঠীর  অন্তর্গত জেপি  ইনফ্রাটেকের  রাশ হাতে রাখতে মরিয়া হলো জেপি গোষ্ঠীর কর্তারা । শুক্রবার  ফ্ল্যাটের চাবি হাতে না পাওয়া  ক্ষুব্ধ ক্রেতাদের বৈঠকে  ডেকেছিল তারা । উপস্থিত ছিলেন জেপি গোষ্ঠীর কর্ণধার জয় প্রকাশ গৌড় । তিনি সেইখানে  ক্রেতাদের  কাছে ক্ষমা  চান । প্রতিশ্রুতি  দিলেন ফ্ল্যাট  শেষ করতে তারা ২০০০ কোটি টাকা ঢালবেন । উল্লেখ্য দেউলিয়া  আইনে  জেপি গোষ্ঠীর শাখা  জেপি  ইনফ্রা পুনরুজ্জীবনের  প্রচেষ্টা  চলছে ।