খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গত জুনমাসে ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোট ৫৬.৯৭ লক্ষ গ্রাহক হারিয়েছে ভোডাফোন , আইডিয়া , এয়ারটেল হারিয়েছে ১৫.০৮ লক্ষ গ্রাহক। অন্য দিকে রিলায়্যান্স জিও তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ৮২.০৬ লক্ষ। বি.এস.এন. এল বাড়িয়েছে ২.৬৬ লক্ষ গ্রাহক । তবে গ্রাহক কমে গেলেও মোট গ্রাহক সংখ্যার বিচারে এক নম্বরেই আছে ভোডাফোন – আইডিয়া । তাদের গ্রাহক সংখ্যা ৩৮.৩৪ কোটি জিও ৩৩.১২ কোটি।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...