গ্রূহ ফিনান্স এর অধিগ্রহণ

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গ্রূহ ফিনান্স   অধিগ্রহনের  ব্যপারে  প্রতিযোগিতা  কমিশন  এর  সম্মতি  পেয়েছে  বন্ধন  ব্যাঙ্ক  ।  জানুয়ারিতে  গ্রূহ  ফিনান্স   হাতে  নিয়ে  ছিল  তারা।  এর  ফলে  বন্ধন  ব্যাঙ্ক   প্রোমোটারের  অংশীদারি  ৬১  শতাংশ  এ  নেমে  আসবে।