জিও কে টেক্কা দিতে বিএসএনএল লঞ্চ করলো স্পেশাল প্ল্যান

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ১৯৯৯ টাকার  এই নতুন  প্ল্যানে  পাবেন অতিরিক্ত ৬০ দিনের বৈধতা ।  এই অফারটি শুরু হয়ে গিয়েছে ২৫ সে ডিসেম্বর  থেকে চলবে ৩১ সে  ডিসেম্বর অব্দি । আগে এই  প্লানের বৈধতা ছিল ৩৬৫ দিন আর এখন রিচার্জ  করলে  পাবেন  ৪২৫ দিনের সুবিধা সঙ্গে ৩ জিবি করে ডেটা । সব নেটওয়ার্কে আনলিমিটেড কল  এবং দৈনিক ১০০ টি করে  এসএমএস । অন্যদিকে ৫০০,৪৫০,২৭৫ এবং ২৫০ টাকার স্পেশাল রিচার্জ  প্ল্যান  ও নিয়ে এসেছে  বিএসএন এল । এই  রিচার্জ  গুলি  করলে  ,সময় দুই জানুয়ারির আগে ।