জিও ঘোষণা করলো মোবাইলের নয়া মাশুল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সমস্থ জল্পনার ইতি  টেনে গত রবিবার  নতুন বর্ধিত মাশুল ঘোষণা  করেছিল ভোডাফোন ,এয়ারটেল  এবং আইডিয়া । গতকাল রিলায়েন্স  জিও  জানালো যে তাদের কল  এবং মাশুল বাবদ  তারা ৩৯% অব্দি বাড়াচ্ছে । উল্লেখ্য  জিও  বাজারে পা রাখার পর থেকেই  টেলি শিল্পে মাশুল যুদ্ধ  শুরু হয়েছিল । তার ফলে  বিপুল লোকসান  হয়েছিল বলে দাবি করেছিল ভোডাফোন এবং এয়ারটেল । সেই সময় আর্থিক  সংকটের  কথা মানতে চায়নি  জিও । তাই  জিও গ্রাহকরা  বলছেন এখন কেন মাশুল বাড়ানো হলো ।