খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রের অসামরিক বিমান পরিবাহকের সচিব জানিয়েছেন , জেট এয়ারওয়েজের ৪০টি বোয়িং এবং ৭৩৭ বিমান মঙ্গোলবার থেকেই চালাতে শুরু করবে স্পাইস জেট পাশাপাশি এয়ার ইন্ডিয়া ও পাঁচটি উড়ান চালানোর দায়িত্ব নিচ্ছে । তার ফলে ওই উড়ান গুলির পাইলট ,কেবিন ক্রু এবং বিমান সেবিকা দের বেতন নিয়ে সংকট কিছুটা কাটতে পারে । এই দুই সংস্থাই জেট এয়ারওয়েজের বীমা গুলি ওয়েট লিজ নিচ্ছে ।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...