নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: ভারতের স্টক এক সচেঞ্চ বোর্ড অফ ইন্ডিয়া এক নির্দেশিকা জারী করে ফর্টিস হেলথ কেয়ার ও ফর্টিস হসপিটালসকে নির্দেশ দিয়েছেন যে তাদের প্রতিষ্ঠাতা মলবীন্দ্র সিং ও শিবেন্দ্র মোহন সিংহের থেকে বকেয়া প্রায় ৪০৩ কোটি টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে হবে উপরি উক্ত দুই প্রতিষ্ঠানকে। এবং তাদের রিপোর্ট দিতে হবে সেবিকে ।