খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিদেশে প্লাস্টিক , চরম্পন্য , গয়নার চাহিদা ধাক্কা খাওয়ার জেরে বিগত ডিসেম্বর ২০১৯ শে রফতানি কমল ১.৮% । সরকারী হিসাবে তা ডিসেম্বর মাসে তা দাঁড়িয়েছে ২৭৩৬ কোটি ডলার। এই নিয়ে টানা পাঁচ মাস কমল রফতানি।গতমাসে আমদানি ও ৮.৮৩% কমে হয়েছে ৩৮৬১ কোটি টাকা। আমদানি কমল টানা সাত মাস ধরে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...