দেশের বিদ্যুৎ সঙ্কট মেটাতে এগিয়ে এলো কোল ইন্ডিয়া

সূত্রের খবর দেশে নতুন করে বিদ্যুৎ সঙ্কটের সম্ভাবনা তৈরি হওয়াতে দেশের তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলির কয়লা উৎপাদন করবে কোল ইন্ডিয়া লিমিটেড ।২০১৫ শালের পরে এই প্রথম কয়লা আমদানি করবে এই রাষ্ট্রায়ত্ব সংস্থাটি ,জুলাইঅগাস্ট মাসে কয়লার মজুদ কম থাকাতে ।বিদ্যুতের সংকট থেকে বাঁচতে ,দেশের সরকারি সহ সব বিদ্যুৎ উৎপাদন সংস্থা কে কয়লার যোগান ঠিক রাখতে কোল ইন্ডিয়ার এই প্রস্তাব ।