খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পরে ২২ হাজার কর্মীর মধ্যে অর্ধেক ই অন্যত্র চাকরি নিয়ে চলে গিয়েছে । তার পাশাপাশি উড়ান সংস্থা বন্ধ হওয়ার জন্য ,তাদের বিমান বন্দরের অফিস ও তার রক্ষনাবেক্ষন স্লটের খরচ ও টিকিট কাউন্টারের খরচ কমে যাওয়াতে বিনিয়োগ কারীরা জেটে লগ্নি করতে আগ্রহ প্রকাশ করবে বলে জানান এক বড় অধিকর্তা । জেটের বর্তমান দেনা ৮ হাজার কোটি টাকা দেন মিটিয়ে আরো কিছু পুঁজি পেলে নতুন করে এই সংস্থা খুলতে পারে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...