নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য বন্ধ রইলো

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  কাশ্মীরের  নিয়ন্ত্রণ রেখায় বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো ভারত । উড়ির  সালামা  বাদ ও  পুঞ্চের  চাকন – দা  বাগে  নিয়ন্ত্রণ রেখায়  পাকিস্তানের সঙ্গে  ভারতের বাণিজ্য চলে । বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশনামায় জানিয়েছেন , পাকিস্তানের কিছু শক্তি  নিয়ন্ত্রণ রেখা  পেরিয়ে বাণিজ্যের পথ কে অস্ত্র ,মাদক ,জাল  টাকা  পাচারের কাজে ব্যবহার করছে । তাই  আপাতত বাণিজ্য বন্ধ রাখা  হয়েছে ।