বর্তমানে কর্মী প্রভিডেন্ট ফান্ডের মোট তহবিলের সর্বোচ্চ ১৫% পুঁজি শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় ।সূত্রের খবর , সেই উর্দ্ধসীমা বাড়িয়ে ২০% করার চিন্তা ভাবনা করছে সরকার । এই ব্যাপারে চলতি মাসেই ইপিএফের আছি পরিষদের বৈঠকেই|সিদ্ধান্ত হতে পারে ।তবে বিদগ্ধ মহলের মতে শেয়ারে বেশি লগ্নি পিএফের সঞ্চয়ে ঝুঁকি বাড়াতে পারে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...