আমাজন গ্রপের আইনি আপত্তি সত্ত্বেও ফিউচার ঘোষ্ঠীর বিগ বাজার ব্রান্ডের ২০০ টি বিপনী হাতে নেওয়ার
কাজ শুরু করেছে মুকেশ আম্বানির রেলিয়ান্স সংস্থা ।বাণিজ্যিক মহল বলছেন আগামী ২৮ সে ফেব্রয়ারি দিল্লি হাই কোর্টে আমাজন -ফিউচারমামলার শুনানি রয়েছে । বহু বিষয়ে এখনো নিস্পত্তি হওয়া বাকি আছে । তা সত্বেও রেলিয়ান্সের এই পদক্ষেপ নতু করে আইনি জটিলতা তৈরিকরতে পারে ।