খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের ফলে ওই দুই দেশে ভারতের রফতানি বাড়াতে সুবিধা হবে বলে মনে করছে রফতানি সংস্থার গুলির সংগঠন ফিয়ো । ফিয়োর দাবি ২০১৮ সালে চিনে রফতানি বেড়েছে ৩১.৪% ,কৃষি পণ্য এবং প্রক্রিয়া জাত খাদ্যে রফতানি বাড়ানোর প্রচুর সুযোগ ভারতের রয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...