ফিওর চিন্তা ধারা

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  মার্কিন  চীন  বাণিজ্য যুদ্ধের ফলে ওই দুই দেশে  ভারতের রফতানি বাড়াতে  সুবিধা হবে বলে মনে করছে রফতানি সংস্থার গুলির সংগঠন ফিয়ো । ফিয়োর  দাবি ২০১৮ সালে চিনে রফতানি বেড়েছে  ৩১.৪% ,কৃষি  পণ্য এবং প্রক্রিয়া জাত  খাদ্যে রফতানি  বাড়ানোর  প্রচুর  সুযোগ ভারতের  রয়েছে ।