বন্ধ হয়ে যাচ্ছে ২০০০ টাকার নোট ছাপা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  পিটিআই  সূত্রে জানা গিয়েছে যে অর্থমন্ত্রক থেকে যে প্রাপ্ত সংবাদ পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে ২০০০ টাকার নোট  ছাপানো অনেকটাই কমিয়ে এনেছে রিসার্ভ  ব্যাঙ্ক । তৃণমূল সাংসদ  দীনেশ ত্রিবেদী অবশ্য দাবি করেছেন বেশ কিছুদিন ধরেই ২০০০ টাকার নোট চাপানো পুরোপুরি বন্ধ ,বিশেষজ্ঞ মহলের মত  নোটবন্দির পরে টাকার যোগান বাড়াতেই ২০০০ টাকার নোট বাজারে আনা  হয়েছিল ।