বাজেটের পরে সোনার দাম মধ্যেবিত্তের হাতের বাইরে চলে গেলো

গতকাল বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন সোনা আমদানি উপরে শুল্ক বাড়ানো হয়েছে এই ঘোষনার পরে কলকাতার বাজারে ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাঁড়িয়েছে ৫৮,৫৫০ টাকা ।২২ কারাটের গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৫০০ টাকা ।জিএসটি ও মজুরি নিয়ে এই গহনা সোনার দাম ৬০ হাজার ছুঁই ছুঁই হতে পারে বলে কপালে ভাজ পড়েছে মধ্য বিত্ত ক্রেতাদের ,পাশাপাশিপ্রায় ক্রেতা শুন্য বহুবাজারের একাধিক দোকান ।