বাজেট কি ?

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বাজেট  হলো কোনো সরকারের বার্ষিক অর্থনৈতিক বিবৃতি ,যার মধ্যে ছাড়ের  চাহিদা ,অর্থনৈতিক বিল ,ফিনান্সিয়াল  বিল  ও  নথিভুক্ত  থাকে ।  ১লা  ফেব্রুয়ারী  ২০১৮ সালে সংসদে   কেন্দ্রীয় বাজেট পেশ  করেছিলেন ভারতের  অর্থমন্ত্রী অরুন  জেটলি ,এবং ১৬ তম  সংসদে  সেটি  ওই  তারিকেই গৃহিত  হয় ,বাজেটের  মোট  পরিমান ভারতীয়  মুদ্রায়  ২৩ লক্ষ  ৯৯ হাজার  ১৪৭ কোটি  টাকা , এবং  খরচের  পরিমান ছিল  ২৯ লক্ষ,২০হাজার  ৪৮৪ কোটি টাকা।