খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিএসএনএলের স্বেচ্ছা অবসর প্রকল্পের(ভিআরএস ) ৩০ দিনের সময় সীমার শেষে দেখা গেলো বিএসএনলে এই প্রকল্পের জন্য আবেদন করলো ৭৮,৫৬৯ জন কর্মী । যোগ্যকর্মী ও আধিকারিকের সংখ্যা বিএসএনএলে হলো ১,০৪,৪৭১ জন । তার মধ্যে এই প্রকল্পে সারা দিলো ৭৫.২%। গ্রুপ এ তে ৪২৯৫ জন গ্রুপ বি তে ৯০১০ জন এবং গ্রুপ সি তে ৫৪,৯৯৪ জন এবং গ্রুপ ডি তে ৯,৯৩৬ জন এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ৩৩৪ জন।
বিএসএনএলের স্বেচ্ছা অবসরে প্রচুর সারা মিললো
On: Wednesday, December 4, 2019 7:58 PM








