বিএসএনএলের স্বেচ্ছা অবসরে প্রচুর সারা মিললো

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বিএসএনএলের  স্বেচ্ছা অবসর  প্রকল্পের(ভিআরএস ) ৩০ দিনের সময় সীমার শেষে  দেখা  গেলো  বিএসএনলে  এই প্রকল্পের  জন্য আবেদন  করলো ৭৮,৫৬৯ জন কর্মী । যোগ্যকর্মী  ও আধিকারিকের সংখ্যা  বিএসএনএলে  হলো ১,০৪,৪৭১ জন । তার  মধ্যে এই  প্রকল্পে  সারা দিলো ৭৫.২%। গ্রুপ এ  তে  ৪২৯৫ জন  গ্রুপ বি  তে ৯০১০ জন  এবং  গ্রুপ সি তে ৫৪,৯৯৪ জন এবং গ্রুপ ডি  তে ৯,৯৩৬ জন এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ৩৩৪ জন।