বিদেশী লগ্নী বাড়ছে বন্ধন ব্যাংকে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :বন্ধন  ব্যাঙ্ক  কর্ত্তৃপক্ষ   তাদের  ব্যাঙ্কে   বিদেশী  বিনিয়োগের  উর্দ্ধসীমা  ২৪  %  থেকে  বাড়িয়ে  ৪৯  % করার  প্রস্তাব  দিল।  এই  বার  এই  বৃদ্ধিতে  লাগবে  শেয়ার  হোল্ডার  দের   সম্মতি।  তা  কার্যকর  হলেন  প্রোমটরদের   শেয়ার  হেল্ডিং    নামাতে সুবিধা  হবে  ব্যাঙ্কটির ।