খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :এয়ার এশিয়া ইন্ডিয়া ও ভিস্তারা এয়ার লাইন্সের সঙ্গে যৌথ উদ্দোগে বিমান পরিষেবায় এসেছে টাটা গোষ্ঠী। এবার সিঙ্গাপুর সরকারী ফান্ড সংস্থা জি.আই. সি ও এস এস জি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সাথে হাত মিলিয়ে যৌথ ভাবে হাতে তুলে নিল জিএমআর ইনফ্রাস্ট্রাকচার এর শাখা সংস্থা জিএমআর এয়ার পোর্টেসের ৪৫% অংশীদারিত্ব। বিনিয়োগ করল ৮০০০ কোটি টাকা ভারতীয় মুদ্রায় ।