খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আর বি আই ২০১৯ ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত সুদ ২৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। ফলে ব্যাঙ্কও আমানত এবং ঋণের ওপর ওপর সুদ কমিয়েছে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন করোনা র কারণে চাহিদা , মূল্যবৃদ্ধির জন্য সুদের হার একই রাখা হয়েছে। তবে তা আরো কমার সম্ভাবনা আছে। সুদ কমলে আমানতকারীদের আয় কমবে তবে যারা ঋণ নেবেন তাদের সুবিধা হবে।
ব্যাংকে সুদ আরো কমার সম্ভাবনা
On: Saturday, August 22, 2020 10:08 PM








